‘নির্বাচন বন্ধের জন্য বিএনপিকে অভিযুক্ত করা উচিৎ’
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি’র এক নেতার করা রিট আবেদনের কারণে যদি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচন বন্ধ হয়ে যায়, সেই জন্য বিএনপিকে অভিযুক্ত করা উচিত।তিনি বলেন, ঢাকা উত্তর সিটি নির্বাচনকে কেন্দ্র করে হাইকোর্টে যে রিট করা হয়েছে, সেই রিটকারীর একজন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। এর পরও বিএনপি কিভাবে দাবি করে যে সরকার নির্বাচন বন্ধ করার জন্য রিট করেছে?
আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।মাহবুব-উল আলম হানিফ বলেন, নির্বাচন পরিচালনা করার দায়িত্ব নির্বাচন কমিশনের, এখানে আওয়ামী লীগ বা অন্য কারোর কিছু করার সুযোগ নেই। সীমানা নির্ধারণসহ কোনো সমস্যা থাকলে সেগুলো স্থানীয় সরকার মন্ত্রাণালয়ের সমাধানের দায়িত্ব।কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেব-উন-নিসা সবুজ ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)