মেয়র আইভী অসুস্থ, হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছে।জানা গেছে, আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জ নগর ভবনে সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় মেয়র আইভী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় তিনি বমি করলে সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার গোলাম মোস্তফা এসে তাকে পরীক্ষা-নিরীক্ষা করে তার শরীরে স্যালাইন পুশ করেন। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়া হয়।এ ব্যাপারে মেয়র আইভীর একান্ত সহকারী আবুল হোসেন জানিয়েছেন, মেয়র আইভী এখন আশঙ্কামুক্ত। তিনি সুস্থ আছেন। তবে ওই হাসপাতাল কর্তৃপক্ষ তিন চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল টিম গঠন করে মেয়র আইভীর চিকিৎসা করছে বলে তিনি জানান। এদিকে মেয়র আইভীর অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়লে নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদ-মন্দিরে তার সুস্থতা কামনা করে দোয়া করা হয়েছে।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x