পদ্মা সেতুর পাইলের ডিজাইন করতে বিলম্ব হচ্ছে: সংসদে কাদের

নিউজ ডেস্কঃ মাটির লেয়ারের ভিন্নতার কারণে পদ্মা সেতুর ১৪টি স্থানে পাইলের ডিজাইন করতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বৃহস্পতিবার জাতীয় সংসদে সেলিনা বেগমের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।মন্ত্রী জানান, পদ্মা নদীর মাটির লেয়ারের ভিন্নতার কারণে ১৪টি পিয়ার লোকেশনে পাইলের ডিজাইন চূড়ান্ত করতে কিছুটা বিলম্ব হচ্ছে।এ ধরনের কাজে অভিজ্ঞ দেশ-বিদেশের বিশেষজ্ঞদের মাধ্যমে বিষয়টি দ্রুত নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে।পদ্মা সেতুর কাজের অগ্রগতির প্রসঙ্গে মন্ত্রী জানান, পদ্মা সেতু প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি ৫০ শতাংশ। ইতোমধ্যে সেতুর একটি স্প্যান বসানো হয়েছে। জানুয়ারি মাসে আরও একটি স্প্যান বসানো হবে। পাইল ড্রাইভিং এবং পিয়ার কলামের পাশাপাশি অবশিষ্ট স্প্যানগুলো পর্যায়ক্রমে বসানোর মাধ্যমে ২০১৮ সালের ডিসেম্বর নাগাদ সেতুর নির্মাণকাজ সম্পন্ন করার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x