ন্যাম ভবন থেকে এমপি পুত্রের লাশ উদ্ধার
নিউজ ডেস্কঃ সাতক্ষীরা-১ (তালা কলারোয়া) আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহর একমাত্র ছেলে অনিক আজিজের (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ সদস্য ভবনের (ন্যাম ভবন) ৬০৪ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। শেরেবাংলা নগর থানার ওসি (তদন্ত) সোহরাব আল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানিয়েছেন, রোববার সকালে খবর পেয়ে পুলিশ অনিকের লাশ উদ্ধার করে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহর এপিএস জাহাঙ্গির হোসেন জানান, ঢাকার ন্যাম ফ্লাটে বাসায় ছিলেন অনিক, তার বোন অদিতি আদৃতা সৃষ্টি এবং তাদের পরিবারের একজন ড্রাইভার। এমপি সাতক্ষীরায় অবস্থান করছিলেন। রাতে খাওয়া-দাওয়া শেষে সবাই ঘুমাতে যায়। রোববার সকালে সবাই ঘুম থেকে উঠলেও অনিক আজিজ উঠছিলেন না। অনেক ডাকাডাকির পরও তিনি ওঠছিলেন না। পরে তার রুমের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখা যায় তার ঝুলন্ত লাশ। পরে লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়।তিনি আরো জানান, লাশের ময়নাতদন্ত শেষে সাতক্ষীরায় নিয়ে আসা হবে।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)