শিক্ষামন্ত্রীর পিওসহ নিখোঁজ ৩ জন গ্রেপ্তার

নিউজ ডেস্কঃ নিখোঁজ’ লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিন, শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী নাসির উদ্দিন ও শিক্ষামন্ত্রীর পিও মোতালেব হোসেনকে গ্রেফতার দেখিয়েছে ডিবি পুলিশ। ডিএমপির উপ-কমিশনার মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব হোসেনকে শনিবার বিকেল চারটার দিকে হাজারীবাগ থানাধীন বসিলা ওয়েস্ট ধানমন্ডি হাউজিং এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা মাইক্রোবাসে করে উঠিয়ে নিয়ে যায়।  এর আগে বৃহস্পতিবার বিকালে বনানী এলাকা থেকে শিক্ষামন্ত্রীর দফতারের উচ্চমান সহকারী নাসির হোসেন (৪৫) রহস্যজনকভাবে নিখোঁজ হন।

এছাড়া রাজধানীর লেকহেড গ্রামার স্কুলের পরিচালক খালেদ হাসান মতিনকে আইন-শৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ টিম শনিবার বিকালে গুলশান-১ এলাকা থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয়েছে মোটা অংকের টাকা।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x