‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই শিক্ষামন্ত্রীর পিও গ্রেফতার’
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী নাসির উদ্দিন ও লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কোন অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে স্পষ্ট করে বলতে পারেন নি স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গোয়েন্দারা অভিযোগ ছাড়া কাউকে গ্রেপ্তার করে না। এ বিষয়ে তদন্ত চলছে। দুই-একদিনের মধ্যে বিস্তারিত জানানো হবে।
আজ সোমবার দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজাম-প পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে গ্রেপ্তার তিনজনই নিখোঁজ বলে পরিবারের পক্ষ দাবি করা হয়। তারা সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরিও করেন। পরে গতকাল ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার দেখায়।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)