রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকার-সিইসি বৈঠক বুধবার

নিউজ ডেস্কঃ দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

বুধবার বিকেল ৩টায় সংসদ সচিবালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।এর আগে মঙ্গলবার রাতে সংসদ ভবনের কার্যালয়ে গিয়ে স্পিকারের সঙ্গে দেখা করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত ৯টার দিকে তিনি স্পিকারের কার্যালয়ে আসেন। রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের বৈঠক চলছিল।ইসির ভারপ্রাপ্ত সচিব মোহম্মদ হেলালুদ্দীন বলেন, বুধবার বিকেল ৩টায় স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক হওয়ার কথা রয়েছে। স্পিকারের সাক্ষাৎ চেয়ে গতকাল মঙ্গলবার কমিশন থেকে সংসদ সচিবালয়ে একটি চিঠি পাঠানো হয়। পরে বিকেলে সংসদ সচিবালয় থেকে চিঠি দিয়ে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্পিকার-সিইসির বৈঠকের পর তফসিল ঘোষণার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে ইসি।এখনো তফসিল ঘোষণা না করা হলেও গত সোমবার আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বলেন, আগামী ১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন হবে। তবে এ বিষয়ে এখনো মুখ খোলেনি ইসি। আজকের বৈঠকের পরে তফসিল ঘোষণা করা হবে বলে ইসি সচিব জানান।

গতকালই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য স্পিকারের কাছে ভোটার তালিকা চেয়ে চিঠি দেয় ইসি।নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। ২৫ জানুয়ারি কমিশন বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার পর এ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।সংশ্লিষ্টদের মতে, বুধবার থেকে ২১তম প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষণ গণনা শুরু হচ্ছে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১৯ মেয়াদে ১৬ জন প্রেসিডেন্ট হয়েছেন। সে হিসেবে আবদুল হামিদ এই পদে সপ্তদশ ব্যক্তি। ২০১৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব নেওয়া বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পাঁচ বছরের মেয়াদ এ বছরের ২৩ ফেব্রুয়ারি শেষ হবে। সংবিধান অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৬০ থেকে ৯০ দিনের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন হবে।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x