লালমনিরহাটে এরশাদ বিএনপি নির্বাচন করলে মহাজোটে যাবে জাপা!

নিউজ ডেস্কঃ বিএনপির আন্দোলন নিয়ে সংশয় প্রকাশ করে এরশাদ বলেন, ‘বিএনপি আন্দোলন করতে পারে। এই আন্দোলন কতটুকু করতে পারে, ইলেকশন বন্ধ করতে পারবে কি না আমার সন্দেহ আছে। এমনও হতে পারে খালেদা জিয়াকে জেলে রেখে ইলেকশন করবে না। এটা নাও হতে পারে। একটা অংশ ভেঙে যায়, ইলেকশন করবে। আরেকটা অংশ খালেদা জিয়ার জন্য ইলেকশন করবে না। অনেক রকম অবস্থার সৃষ্টি হতে পারে। সেই অবস্থা দেখে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব।’

এর আগে এরশাদ সার্কিট হাউসে পৌঁছালে জেলা পুলিশের একটি দল তাঁকে গার্ড অব অনার দেয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক শফিউল আরিফ ও লালমনিরহাটের পুলিশ সুপার এস এম রশিদুল হক।

পরে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ তাঁর ছোট ভাই ও পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদেরের সাপটানা বাজারস্থ বাসভবনে যান। সেখানে কিছুক্ষণ অবস্থান করে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। সন্ধ্যায় রংপুরের উদ্দেশে রওনা দেন এরশাদ।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x