১০ রাউন্ড গুলিসহ নিয়াজুলের সেই পিস্তল উদ্ধার

নিউজ ডেস্কঃ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে নিয়াজুলের কাছ থেকে ছিনিয়ে নেয়া লাইসেন্স করা পিস্তল। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নগরীর চাষাঢ়ার সাধু পৌলের গির্জার সামনে থেকে একটি ফুলের টবে পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। সদর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, টহল পুলিশ ফুলের টবে পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্রটি উদ্ধার করে। পরে থানায় এনে পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় সেটা নিয়াজুলের পিস্তল। নিয়াজুলকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। গত ১৬ জানুয়ারি চাষাঢ়ায় সংঘষের্র সময় পিস্তল বের করেন নিয়াজুল। পরে তাকে আইভীর সমর্থকরা রাস্তায় ফেলে মারধর করে। এ সময় তার পিস্তলটি খোয়া যায়। পরদিন অস্ত্রের মালিক নিয়াজুল ইসলাম তার ছোট ভাই রিপন খানের মাধ্যমে সদর মডেল থানায় ১৭ জনের নাম উল্লেখ করে অস্ত্র লুটের ঘটনায় অভিযোগ দেন। পুলিশ সেটাকে জিডি হিসেবে গ্রহণ করে।

গত ১৬ জানুয়ারি হকার ইস্যুতে সংঘর্ষের সময় নিয়াজুল আইভীর সমর্থকরা মারধর করে পিস্থটি ছিনিয়ে নেয়। যা একাধিক ভিডিও ফুটেজে রয়েছে। কিন্তু সেই পিস্তলটি ১২ দিন পর পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়ায় এ নিয়ে নগরবাসীর মধ্যে নানা প্রশ্ন জন্ম দিয়েছে। নগরবাসী মনে করেন পিস্তল উদ্ধারের ঘটনাটি যেন রহস্যের জালে আবৃত।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x