সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে ‘ষড়যন্ত্র’ দেখছেন ছাত্রলীগ সভাপতি

নিউজ ডেস্কঃ মুখে দাবির কথা থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করাই আন্দোলনকারীদের মূল উদ্দেশ্য ছিল বলে দাবি করেছেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ।

আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগের নেতৃত্বাধীন ছাত্র সংগ্রাম পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ওপর হামলা এবং প্রশাসনিক ভবনে ভাঙচুরের ঘটনায় বিচারের দাবিতে এবং ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ছাত্র সংগ্রাম পরিষদ ।

ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘তাদের আন্দোলনের বিষয় ছিল একটি। কিন্তু তাদের আন্দোলনের উদ্দেশ্য ছিল অন্য। দাবি ছিল তাদের মুখে। কিন্তু তাদের উদ্দেশ্য ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা। ছাত্র সংগ্রাম পরিষদ মাঠে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে যে কোনো মূল্যে শান্ত করার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য আছে ছাত্র সংগ্রাম পরিষদ।’

সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি জানায় সংগ্রাম পরিষদ। এ ছাড়া ৩১ জানুয়ারি ছাত্র সমাবেশ, ৬ ফেব্রুয়ারি মানববন্ধন এবং ৭ ফেব্রুয়ারি মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেয় ছাত্র সংগ্রাম পরিষদ।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x