পদ্মা সেতুতে বসল দ্বিতীয় স্প্যান
নিউজ ডেস্কঃ পদ্মা সেতুতে বসানো হয়েছে দ্বিতীয় স্প্যান। এতে সেতুটির ৩০০ মিটার দৃশ্যমান হলো। আজ রোববার সকালে সেতুর জাজিরা অংশের ৩৮ ও ৩৯ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হয়। সেতুতে এরকম ৪১টি স্প্যান বসানো হবে। ঘটনাস্থলে থাকা একাধিক প্রকৌশলী তথ্যটি নিশ্চিত করেছেন। তারা বলেন, সেখানে এখন স্প্যানটি সেট করার প্রক্রিয়া চলছে।বেয়ারিং ও অস্থায়ী কাঠামোর সঙ্গে এটি সেট করা হচ্ছে। তবে ৩৮ নম্বর খুঁটিতে স্থাপন করা ৭-এ নম্বর প্রথম স্প্যানের সঙ্গে ওয়েল্ডিং করার পর অস্থায়ী কাঠামো সরিয়ে নেওয়া হবে। এর আগে গতকাল বেলা ১১টা হতে বিকাল চারটা পর্যন্ত চেষ্টা করেও স্প্যানটি পিলারে ওঠানো সম্ভব হয়নি। পরে আজ সকালে স্প্যানটি বসানো হয়। গত বছর ৩০শে সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুটির মধ্যে প্রথম স্প্যানটি বসানো হয়েছিলো।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)