রোহিঙ্গা ক্যাম্পে জোকো উইদোদো ‘রোহিঙ্গাদের পাশে থাকবে ইন্দোনেশিয়া’

নিউজ ডেস্কঃ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেছেন, রোহিঙ্গাদের প্রতি ইন্দোনেশিয়ার সরকার ও জনগণের আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে। রোহিঙ্গা প্রত্যাবাসন শেষ না হওয়া পর্যন্ত ত্রাণ, চিকিৎসা, মানবিক সহায়তাসহ সার্বিক সহযোগিতা করা হবে।
রবিবার বিকেলে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী জামতলি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনকালে তিনি এ কথা।মিয়ানমার সামরিক জান্তার নির্যাতনের শিকার হয়ে এদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সেবা প্রদানের জন্য তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সি প্রশংসা করে বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আর্ন্তজাতিক বিশ্বে তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এ সময় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গা নারী,পুরুষের কাছ থেকে রাখাইনে সহিংসতার বিবরণ শোনে বিচলিত বোধ করেন। তিনি রোহিঙ্গাদের চিকিৎসা সেবার খোঁজখবর নেন। এর আগে জোকো উইদোদো ইন্দোনেশিয়া সরকারের অর্থায়নে স্থাপিত মেডিক্যাল ক্যাম্প, স্কুল, ত্রাণ কেন্দ্র এবং বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা পরিদর্শন করেন।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে উপস্থিত ছিলেন ফার্স্টলেডি ইরিয়ান জোকো উইদোদো, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রতিনিধিরা।
এর আগে দুপুর ১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন প্রেসিডেন্ট জোকো উইদোদো। সেখান থেকে তিনি সড়ক পথে উখিয়ার জামতলি রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান । জোকো উইদোদো তিন দিনের সরকারি সফরে শনিবার ঢাকায় আসেন।
More News from বাংলাদেশ
-
লন্ডনে দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের নবগঠিত কমিটির অভিষেক ও গালা ডিনার অনুষ্ঠিত –
-
-
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-