রাজধানীতে হোল্ডিং ট্যাক্স বকেয়া ২৩০ কোটি টাকা
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, দুই সিটি করপোরেশন (ঢাকা উত্তর ও দক্ষিণ) এলাকার বাড়ির মালিকরা হোল্ডিং ট্যাক্স বাবদ ২৩০ কোটি ৭৪ লাখ ৯৪ হাজার ২৯৭ টাকা বকেয়া রেখেছে।
সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর (ঢাকা-১১) প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাড়ির মালিকদের কাছে হোল্ডিং ট্যাক্স বাবদ ৭৩ কোটি ৭৪ লাখ ৯৪ হাজার ২৯৭ টাকা বকেয়া রয়েছে। আর উত্তর সিটি করপোরেশনের বাড়ির মালিকদের কাছে প্রায় ১৫৭ কোটি টাকা বকেয়া রয়েছে।
সংসদ সদস্য দিদারুল আলমের (চট্টগ্রাম-৪) প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকা মশক নিবারণী দপ্তরের সাংগঠনিক কাঠামোতে ৩৯৬ পদ রয়েছে। এর মধ্যে শূন্য ৭৪টি পদে লোক নিয়োগের ছাড়পত্র পাওয়া গেছে। ঢাকা মশক নিবারণী দপ্তরের মাঠ পর্যায়ের কর্মচারীরা ডিসিসি উত্তর ও দক্ষিণে প্রেষণে কর্মরত আছেন। তারা সিটি করপোরেশনের সাথে যৌথভাবে মশকনিধনের কাজ করছে।
বরিশাল-৬ আসনের সংসদ সদস্য নাসরিন জাহান রতনার প্রশ্নের জবাবে তিনি বলেন, এলজিইডির আওতায় বর্তমানে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ২ হাজার ৫৮৪ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে ৩২৭ কিলোমিটার পাকা ও ২ হাজার ২৫৭কিলোমিটার কাঁচা।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)