রায় নিয়ে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোরভাবে দমন করা হবে।মঙ্গলবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যোনে বই মেলার প্রাঙ্গন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।ডিএমপি কমিশনার বলেন, এ রায়কে কেন্দ্র করে ২০১৪ সালের ও ১৫ সালের পুনরাবৃত্তি ঘটানো যাবে না।প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য দিন ধার্য রয়েছে।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)