বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকে ছাড় দেয়া হবে না : ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আবারো চক্রান্ত বাতাসে উড়ছে। নির্বাচন ঘনিয়ে আসায় বিএনপি আবারো ষড়যন্ত্রে নেমেছে। পেট্রোল বোমার গন্ধ পাচ্ছি। আপনারা দেখেছেন, আদালতের কাছাকাছি আক্রমণ কে করল, কার ওপর করলো? পুলিশের প্রিজন ভ্যান ভেঙে ফেলল জঙ্গি স্টাইলে।

তিনি আরো বলেন, ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায়কে ঘিরে যদি আগুন নিয়ে খেলা হয়, তাহলে তার সমুচিত জবাব দেয়া হবে। আমরা উস্কানি দেব না। তবে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকেই ছাড় দেয়া হবে না।

আজ বুধবার ঢাকা মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌমন্ত্রী শাজাহান খান।

প্রিজন ভ্যান থেকে দুই বিএনপিকর্মীকে ছিনিয়ে নেয়া ও পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপির কড়া সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, মঙ্গলবার কে হামলা করেছে? পুলিশ না বিএনপি? তারা জঙ্গি স্টাইলে সন্ত্রাসীদের দিয়ে পুলিশের ওপর হামলা করেছে এবং আসামি ছিনিয়ে নিয়েছে। পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে। পাশাপাশি আমাদের ধৈর্য ধরতে হবে। মাথা ঠাণ্ডা রাখতে হবে।

তিনি আরো বলেন, গণতান্ত্রিক রাজনীতির সব সীমা অতিক্রম করে তারা জঙ্গি স্টাইলে পুলিশের ওপর হামলা চালিয়েছে। এই স্টাইলটা কি গণতান্ত্রিক? এরা নাকি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।কুটনীতিকদের সাথে বিএনপির বৈঠক প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এতদিন তাদের নালিশ ছিল সরকারের বিরুদ্ধে। এখন আদালতের রায় নিয়ে তারা বিদেশিদের কাছে নালিশ দিয়েছে। তথ্য প্রমাণের ভিত্তিতে দুর্নীতির মামলার বিচারতো আদালত করবে। বিদেশিরা কি আমাদের আদালতকে প্রভাবিত করতে পারবে? এর মধ্য দিয়ে বিএনপির রাজনীতির দেওলিয়াপনা প্রকাশ পেয়েছে।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x