‘ফেসবুক বন্ধে অবস্থা বুঝে ব্যবস্থা’

নিউজ ডেস্কঃ আগামীকাল বৃহস্পতিথেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস প্রতিহত করতে ফেসবুক বন্ধ রাখা হবে কিনা সে ব্যাপারে বিটিআরসি অবস্থা বুঝে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁস এড়াতে ফেসবুক সাময়িক বন্ধ রাখা যায় কিনা তা নিয়ে বিটিআরসি অবস্থা বুঝে ব্যবস্থা নেবে। তিনি আরো বলেন, তাদেরকে সমস্যার কথা জানানো হয়েছে। তারা ইতিবাচিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। এছাড়া কোচিং সেন্টার বন্ধের ব্যাপারে পুলিশকে দায়িত্ব দেয়া হয়েছে এবং স্থায়ীভাবে বন্ধ করতে আইন করা হচ্ছে বলেও জানান তিনি।এবারের এসএসসি এবং সমমানের পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১০ বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন।এর মধ্যে শুধু আট বোর্ডের এসএসসি পরীক্ষার্থী ১৬ লাখ ২৭ হাজার ৩৭৮ জন। সারা দেশে মোট ৩ হাজার ৪১২টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কাল থেকে পরীক্ষা শুরু হয়ে ২৫ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা শেষ হবে।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x