সুনামগঞ্জের পৌর মেয়র জগলুল আর নেই
নিউজ ডেস্কঃ সুনামগঞ্জ পৌরসভার দুই বারের নির্বাচিত জনপ্রিয় মেয়র ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আইয়ুব বখত জগলুল ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীতে তিনি মারা যান।আইয়ুব বখত জগলুলের স্বজনরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে সিলেটে নির্বাচর্নী প্রচারণা গিয়েছিলেন তিনি।সেখান থেকে ফিরে আজ ভোরে রাজধানীর কমলাপুরের একটি হোটেলে অসুস্থ হয়ে পড়ে তিনি। পরে তাকে বেসরকারি একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।তার আকস্মিক মৃত্যুর সংবাদে সুনামগঞ্জ শহরে শোকের ছায়া নেমে এসেছে।এদিকে এই জনপ্রতিনিধির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
এক শোকবার্তায় হাসিনা বলেন, আমরা একজন জনবান্ধব রাজনীতিবিদকে হারালাম। আয়ুব বখত জগলুল তার কর্মের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবেন।প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জগলুল বর্তমানে দলের জাতীয় কমিটির সদস্য ছিলেন।সুনামগঞ্জ কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও ভিপি জগলুলের বাবা ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম হোসেন বখত। তার বড় ভাই মরহুম মনোয়ার বখত নেকও ছিলেন অকালে চলে যাওয়া পৌর মেয়র। তার মৃত্যুতে সুনামগঞ্জ পৌর এলাকাসহ জেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)