বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২, আহত ৩

নিউজ ডেস্কঃ গাজীপুরে যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। আজ শুক্রবার সকালে ভোগড়া বাইপাসের পেয়ারাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন ময়মনসিংহের গিয়াস উদ্দিন ও ফরিদপুরের রতন মণ্ডল।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আবদুল হাই জানান, সকালে ভোগড়া বাইপাস মোড় থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা কোনাবাড়ীর দিকে যাচ্ছিল। লেগুনাটি একটি রিকশাকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা আজমেরি গ্লোরী পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এ সময় গুরুতর আহত হন লেগুনার পাঁচ যাত্রী। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।আহত অপর তিনজনের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
More News from বাংলাদেশ
-
লন্ডনে দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের নবগঠিত কমিটির অভিষেক ও গালা ডিনার অনুষ্ঠিত –
-
-
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-