ফাইনাল খেলা হবে, আমরাই জিতব : স্বাস্থ্যমন্ত্রী
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদনাসিম বলেছেন, দেশের সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্বের অন্যান্য দেশের মতো নির্বাচিত সরকারের অধীনে এ দেশেও নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, জনসমর্থন থাকলে মাঠে আসুন, খেলা হবে।
রোববার ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন মাঠে ছাতক উপজেলা হাসপাতাল ৫০ শয্যায় উন্নীতকরণ, দোলারবাজার স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উদ্বোধন ও ভারত সরকারের অর্থায়নে কমিউনিটি ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জ সিভিল সার্জন আশুতোষ দাসের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, এম রশিদ আহমদ ও ইউআরসির ডাইরেক্টর আলী আহসানের যৌথ পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ সরকার স্বাস্থ্য খাতে যুগান্তকারী উন্নয়ন হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রত্যন্ত এলাকার জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে দেশের প্রতিটি ওয়ার্ডভিত্তিক কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হচ্ছে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জয়া সেনগুপ্তা, পীর ফজলুর রহমান মিছবাহ, সিলেট বিভাগীয় স্বাস্থ্য প্রকৌশলী ইসমাইল ফারুক, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদরিছ আলী বীরপ্রতীক, আওয়ামী লীগ নেতা এড. রাজ উদ্দিন, ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মো. লাহিন। স্বাগত বক্তব্য রাখেন ডাক্তার অভিজিত শর্মা।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)