সুইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন সফররত সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেইন বারসেত। আজ সোমবার দুপুর ৩টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দু’নেতার মধ্যে বৈঠকটি শুরু হয়। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পৌঁছালে তাকে সুইস প্রেসিডেন্টকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। পরে শিমুল হলে তারা বৈঠকে বসেন। একান্ত বৈঠক শেষে তাদের নেতৃত্বে দুই দেশের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ বিবৃতি দেবেন প্রধানমন্ত্রী হাসিনা ও প্রেসিডেন্ট বারসেত।চারদিনের রাষ্ট্রীয় সফরে গতকাল রোববার দুপুরে বাংলাদেশে আসেন সুইস প্রেসিডেন্ট।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)