আদালত-সরকা‌রের ওপর চাপ সৃ‌ষ্টি কর‌তেই খালেদা সড়কপ‌থে সি‌লেট যা‌চ্ছেন: কাদের

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আদালত এবং সরকারের ওপর চাপ সৃষ্টি করতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সড়ক পথে সিলেট যাচ্ছেন। তার লক্ষ্য হচ্ছে মামলার রায়কে ঘিরে তার সঙ্গে লোকজন আছে তা দেখানো। আজ সোমবার দুপুরে সেতু ভবনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে ক্ষতিগ্রস্তদের পুনবার্সন নির্মাণকাজের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান এসব কথা বলেন তিনি।এসময় মন্ত্রী আরো বলেন, মাজার জিয়ারতের জন্য গেলে রাস্তায় শোডাউন কেন করবেন খালেদা? রাস্তা দখল করতে গেলে পুলিশ তো বাধা দেবেই। সিলেটে বড় বড় ফ্লাইট আছে। এতে তার পলিটিক্যাল এজেন্ডা যদি না থাকে তাহলে রাস্তায় যাচ্ছেন কেন? তিনি বলেন, মানুষকে ভোগান্তির মুখে ঠেলে দেওয়া রাজনৈতিক ভাষা নয়।তার কাছে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে দেশের মানুষ। ৮ তারিখ সামনে রেখে পাল্টাপাল্টি কিছু করবো না। পুলিশের কাছে নাশকতার তথ্য আছে। তাদের আন্দোলন মানেই নাশকতা।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x