‘রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের প্রক্রিয়া চলমান’
নিউজ ডেস্কঃ নিপীড়িত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে সুইজারল্যান্ড। সফররত সুইস প্রেসিডেন্ট অ্যালেইন বারসেত এ কথা বলেছেন। আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন। বৈঠকে রোহিঙ্গা ইস্যুসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘রোহিঙ্গাদের আশ্রয়ে সীমান্ত খুলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার নবদিগন্তের সূচনা করেছেন। জাতিসংঘে তার প্রস্তাবিত পাঁচ দফার আলোকেই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের প্রক্রিয়া চলছে।রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবর্তন ও পুনর্বাসনে মিয়ানমারকে এগিয়ে আসতে হবে উল্লেখ করে আন্তর্জাতিক জনমত তৈরি ও মানবতা লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হতে সুইজারল্যান্ড সরকারের সহযোগিতা কামনা করেন স্পিকার।সুইস প্রেসিডেন্ট বারসেত আশ্বাস দিয়ে বলেন, রোহিঙ্গাদের স্থায়ী প্রত্যাবর্তনে সুইজারল্যান্ড বাংলাদেশের পাশে থাকবে।।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)