সারাদেশে বিজিবি মোতায়েন

নিউজ ডেস্কঃ রাজধানীসহ সারা দেশে ৪৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাজধানী ঢাকায় ২০ প্লাটুন বিজিবি সদস্য টহল দিচ্ছে। এ ছাড়া বিভিন্ন জেলা শহরে ২৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা বাসসকে জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের অনুরোধে বিজিবি মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, এর আগে দেশের সাত জেলায় বিজিবি মোতায়েন করা হয়। এসব জেলায় জেলা প্রশাসনের অনুরোধে বিজিবি নামানো হয়।জেলাগুলোর মধ্যে সিরাজগঞ্জ, বগুড়া, নারায়ণগঞ্জ ও জয়পুরহাটে ৩ প্লাটুন করে, নাটোর ও লক্ষ্মীপুরে দুই প্লাটুন করে, নোয়াখালী ও চাঁদপুরে এক প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে।জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় হচ্ছে আগামীকাল। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনী এরই মধ্যে নানা ধরনের নিরাপত্তা তৎপরতা শুরু করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছে বলে মোহসিন রেজা জানিয়েছেন।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x