লন্ডনে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ২৫ বছর পূর্তি উদযাপন

ডেইলিইউকেবাংলা।। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়  আইন বিভাগের ২৫ বছর পূর্তি অনুষ্টান পূর্ব লন্ডনের ওয়েষ্টহ্যামস্থ ইমপ্রেশন ব্যাংকুয়েটিং হলে  উদযাপন করা হয়েছে।

৩ ফেব্রুয়ারী দিনব্যাপী আয়োজিত এই অনুষ্টানে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত চবি’র আইন বিভাগের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের পরিবারসহ যোগ দেন। অনুষ্টানের শুরুতে ১ম ব্যাচের ছাত্র চৌধুরী মোহাম্মদ জিন্নাত আলীর তৈরী স্লাইড শো’র মাধ্যমে ৩য় ব্যাচের ছাত্র মুহাম্মদ কামরুজ্জামানের পরিচালনায় ৭ জন প্রয়াত শিক্ষার্থীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রয়াতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ১ম ব্যাচের ছাত্র আনসারুল আলম চৌধুরী। আইন বিভাগের প্রতিষ্টাতা শিক্ষকদের মধ্যে অন্যতম অধ্যাপক মঞ্জুর মোরশেদ মাহমুদ ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান অনুষ্টানের সকল শিক্ষার্থীকে।

অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন, ১ম ব্যাচের ছাত্র মুহাম্মদ নূরুল গাফফার। স্মৃতিচারন পর্বে অংশ নেন, ১ম ব্যাচের ছাত্র চৌধুরী মোহাম্মদ জিন্নাত আলী, ২য় ব্যাচের ছাত্র সুলতান সালাউদ্দিন এবং ৩য় ব্যাচের ছাত্র মঈনউদ্দিনসহ আরো অনেকে।

সিলভার জুবিলী পালন উপলক্ষ্যে ২য় ব্যাচের ছাত্র সুলতান সালাউদ্দিন, ৩য় ব্যাচের ছাত্র মনিরুল ইসলাম মঞ্জু ও ৫ম ব্যাচের ইউসুফ রেজার তত্ত্বাবধানে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয় যেখানে প্রাক্তন শিক্ষার্থীদের বিভিন্ন লিখাসহ বর্তমান শিক্ষকদের লিখা স্থান পায়।

১০ম ব্যাচের ছাত্র আফতাব উদ্দিনের পরিচালণায় প্রাক্তন শিক্ষার্থীদের শিশুদের জন্য চিত্রাংকনসহ বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়।

মধ্যাহ্ন ভোজের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান সবাই উপভোগ করেন। ৩য় ব্যাচের ইফতেখার হোসাইন ও মনিরুল ইসলাম মঞ্জু এবং ৪র্থ ব্যাচের ছাত্র ও লন্ডনের বাংলা কমিউনিটির জনপ্রিয় সংগীত শিল্পী এরশাদ আলমগীরের অসাধারন গান  শ্রোতাদের মুগ্ধ করে রাখে।

এর পর অতিথি শিল্পীদের মধ্যে লাবণী বড়ুয়া, তন্বী এবং অমিতের গান শুরু হয়। তাদের গানের আবেশ পুরো হলে উপস্থিত দর্শক-শ্রোতারা মোহাবিষ্ট হয়ে পড়েন।

এরই মাঝখানে কবিতা আবৃত্তির জন্য উঠে দাঁড়ান ৪র্থ ব্যাচের হুমায়রা সুলতানা এবং ৫ম ব্যাচের ইউসুফ রেজা।

পুরো অনুষ্টানটি অসাধারন দক্ষতার সাথে পরিচালনা করেন, ৬ষ্ট ব্যাচের ফারজানা আফরোজা। জাকজমকপূর্ন এই অনুষ্টান সম্পর্কে অন্যতম উদ্যোক্তা ৩য় ব্যাচের মুহাম্মদ ওয়াজেদ আলী বলেন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের সুনাম ছড়িয়ে দেওয়ার জন্য এবং ইউকে’তে বসবাসরত প্রাক্তন শিক্ষার্থীদের একই প্লাটফর্মে নিয়ে আসাটাই এই অনুষ্টানের একমাত্র উদ্দ্যেশ্য।

অনুষ্টান শেষে একটি র‍্যাফেল ড্র অনুষ্টিত হয়। অনুষ্টানে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে জে স্টিফোর্ড সলিসিটরস এর কর্ণধার সলিসিটর চৌধুরী মোহাম্মদ জিন্নাত আলী, লন্ডনিয়াম সলিসিটর এর পার্টনার মুহাম্মদ নূরুল গাফফার, পিজিএ সলিসিটরস এর মুনসাত হাবিব, ইওয়ান সলিসিটরস এর সলিসিটর মনিরুল ইসলাম মঞ্জু, সিটি গেইটস সলিসিটরস এর সলিসিটর মুহাম্মদ ওসমান সরোয়ার, হাফিজ এন্ড হক সলিসিটরস এর সলিসিটর গণি উল্লাহ, সলিসিটর মাহফুজুর রহমান, এডাম বার্ণট সলিসিটরস এর সলিসিটর মোহাম্মদ সিরাজুল সালেকিন, টেম্পল কোর্ট চেম্বারের ব্যারিষ্টার আফজাল জামি সহ প্রাক্তন শিক্ষার্থীদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x