রোহিঙ্গাদের খবর নিতে কক্সবাজারে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। আজ বেলা পৌনে একটার দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। পরে সড়ক পথে দুপুর দেড়টার দিকে উখিয়া উপজেলা কুতুপালং ট্রানজিট ক্যাম্প ও অন্তর্বর্তীকালীন ক্যাম্পগুলো তিনি পরিদর্শন করেন। সেখানে নতুন করে আসা নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে তিনি কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের কয়েকজন কর্মী।
পরে তিনি উখিয়ার বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর হাসপাতাল পরিদর্শন করবেন। এরপর উখিয়ার বালুখালী-২ রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন দাতা সংস্থার কার্যক্রম পরিদর্শন করার কথা রয়েছে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রীর। বিস্তারিত আসছে…
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)