রাজশাহীতে মেডিক্যাল শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিউজ ডেস্কঃ রাজশাহীতে জান্নাতুন ওয়াহিদা মিতু (২৩) নামে এক মেডিক্যাল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার সন্ধ্যায় নগরীর বহরমপুর ব্যাংক কলোনি এলাকায় নিজ ঘর থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ।নিহত মিতু রাজশাহী মেডিক্যাল কলেজের বিডিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ব্যাংক কলোনি এলাকার অধ্যক্ষ মতিউর রহমানের মেয়ে।পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি হাফিজুর রহমান জানান, শনিবার মিতুর তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা ছিল। দুপুরে পরীক্ষা খারাপ হয়েছে বলে বাড়িতে জানান মিতু। এ সময় বাড়ির লোকজন তাকে বকাবকি করেন। পরে তিনি নিজ ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেন। কিন্তু সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ঘরের দরজা না খোলায় পরিবারের সদস্যরা মিতুকে দরজা খুলতে বলেন। পরে দরজা ভেঙে পরিবারের সদস্যরা দেখতে পান ফ্যানের সঙ্গে মিতুর লাশ ঝুলছে। ওড়না ফ্যানের সঙ্গে বেঁধে গলায় ফাঁস দেন মিতু।ওসি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x