এসেছে ফাগুন – আজ বসন্ত
নিউজ ডেস্কঃ ঋতুরাজের আগমন জানান দিচ্ছে প্রকৃতি। শীতের হীম কাপন বিদায় নিয়েছে। অঙ্কুরিত রং বেরংয়ের ফুলে নতুন সাজে সেজেছে প্রকৃতি। কবিগুরু রবীন্দ্রনাথ যেমনটা বলেছেন, ‘আহা, আজি এ বসন্তে; কত ফুল ফোটে, কত বাঁশি বাজে, কত পাখি গায়।’
আজ পহেলা ফাল্গুন। ঋতুরাজের প্রথম দিনে রাজধানী ঢাকাসহ সারা দেশে নানা আয়োজন রয়েছে। ইতিমধ্যে রাজধানীজুড়ে উৎসবমুখর আমেজে তরুন তরুণীরা বসন্তের প্রথম দিন উদযাপনে বেরিয়েছেন। জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ নাচ, গান, কবিতাসহ নানা বর্ণাঢ্য আয়োজনে বসন্ত বরণ করবে।শিল্পকলা একাডেমি আয়োজন করেছে তিন দিনের বসন্ত উৎসব। এছাড়া, বিভিন্ন টিভি চ্যানেলে রয়েছে বর্নাধ্য আয়োজন।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)