রাষ্ট্রপতির মধুর আক্ষেপ! ‘ভেবেছিলাম মুক্ত জীবন ফিরব’

নিউজ ডেস্কঃ সুযোগ পেলেই পুরনো ঠিকানায় আসেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সাতবারের সংসদ সদস্য, দুবারের স্পিকার, একবারের ডেপুটি স্পিকার ও বিরোধী দলের উপনেতার দায়িত্বপালন করা সংসদ অন্তপ্রাণ মানুষটিকে সংসদই টানে বারবার।সময় ও সুযোগ পেলেই সংসদে যেমন আসেন, তেমনি আসেন সংসদে তার সঙ্গে দীর্ঘদিন দায়িত্বপালনরত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করতে। মঙ্গলবারও এর ব্যতিক্রম ঘটেনি। আর এসেই স্বভাবসুলভ আড্ডার আমেজে জানালেন দ্বিতীয়বার রাষ্ট্রপতি হওয়ার পরের মধুর আক্ষেপটিও।বললেন, ‘ভেবেছিলাম ২৩ এপ্রিলের পর আবার মুক্ত জীবনে ফিরে যাব। কিন্তু সেটা তো আর হলো না।মাগরিবের বিরতির আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ সরাসরি সাংবাদিক লাউঞ্জে এসে সংসদ বিটে কর্মরত সাংবাদিকদের খোঁজখবর নেন। এ সময় নিজের ব্যক্তিজীবনের কথাও তুলে ধরেন তিনি।রাষ্ট্রপতি জানান- তিনি তার আত্মজীবনী লেখা শুরু করেছেন, অনেক দূর এগিয়েছেন, রাষ্ট্রীয় কাজের চাপে খুব বেশি সময় দিতে পারেন না। তবুও লেখা যখন শুরু করেছেন, শেষও করবেন।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x