রাষ্ট্রপতির সঙ্গে বিরোধী দলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সংসদে বিরোধী দলের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।
এ সময় রওশন এরশাদ বলেন, দলমত-নির্বিশেষে এ দেশের মানুষ আপনাকে পছন্দ করে। দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমার দল আপনাকে অভিনন্দন জানায়। আপনার সরলতা, সততা ও নিষ্ঠার ওপর দেশবাসীর আস্থা ও বিশ্বাস রয়েছে।
এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এমপি, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা এমপি, ফখরুল ইমাম এমপি, হুইপ নূরুল ইসলাম ওমর এমপি, হুইপ সেলিম উদ্দিন এমপি, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)