চা শ্রমিকদের বাড়ি বানাতে ২ শতাংশ হারে ঋণের ঘোষণা প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্কঃ চা শ্রমিকদের ঘরবাড়ি নির্মাণে বাগান মালিকদের ২ শতাংশ হারে গৃহায়ণ ঋণ দেয়ার কথা ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার সকালে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় বাংলাদেশ চা প্রদর্শনী-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।চা বাগান মালিকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী এ গৃহায়ণ ঋণ দেয়ার ঘোষণা দেন।
তিনি বলেন, আমরা আশ্রয়ণ প্রকল্প করেছি। কেউ কুঁড়েঘরে থাকবে না। চা শ্রমিকরাও যাতে ঘরবাড়ি পায় সে জন্য গৃহায়ণ তহবিল থেকে ২ শতাংশ সার্ভিস চার্জের মাধ্যমে চা বাগানের মালিকদের ঋণ দেয়া হবে। এই ঋণ ৫ শতাংশের ওপর আদায় করা যাবে না। আর গৃহায়ণ তহবিলের শর্ত অনুসারে, প্রতিটি বাড়িতে বিনা খরচে একটি করে স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণ করে দিতে হবে।চা শিল্পের উন্নয়নে শ্রমিক-মালিকদের পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান শেখ হাসিনা।
এ সময় চা শ্রমিকদের কল্যাণে নজর দিতে বাগান মালিকদের প্রতি নির্দেশ দেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, চা শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে পাতা তুলেন, বাগানের পরিচর্যা করেন। তাদের কল্যাণে বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যের প্রতি আপনাদের নজর দিতে হবে। পাশাপাশি শ্রমিকদেরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে চা উৎপাদনেও আমরা যথেষ্ট উদ্যোগ গ্রহণ করেছি। চা মালিকদের অনুরোধের পরিপ্রেক্ষেতে জেনারেটরের ওপর থেকে ট্যাক্স তুলে নেই। চা শ্রমিক ও তাদের পরিবারের স্বাস্থ্য, শিক্ষা , গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করি।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)