মন্ত্রীকে ‘অর্থনীতির যক্ষা’ আখ্যা দিয়ে জাপার দাবি ডিসেম্বরে নয়, এখনই পদত্যাগ করুন

নিউজ ডেস্ক,জাতীয় সংসদ থেকেঃ অর্থ খাতের অব্যবস্থাপনার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগ দাবি করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা। আজ রোববার বিকেলে জাতীয় সংসদের পয়েন্ট অব অর্ডারে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন।কাজী ফিরোজ রশিদ বলেন, ‘আমাদের স্টক এক্সচেঞ্জ নিয়ে আবার নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। ২৫ শতাংশ শেয়ার বিক্রি করার একটি ষড়যন্ত্র চলতেছে। শেয়ারবাজার থেকে যদি এই ২৫ শতাংশ শেয়ার তুলে নিয়ে যায় যেকোনো কোম্পানি, তাহলে কিন্তু মার্কেটে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে, সারা দেশে পড়বে। ব্যাংক খেয়ে, লুটপাট করে এখন গোটা স্টক এক্সচেঞ্জই লুটপাট হয়ে যাচ্ছে।’

জাতীয় পার্টির আরেক প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘মাননীয় অর্থমন্ত্রী ইতিমধ্যে বলেছেন তিনি ডিসেম্বরে অবসরে যাবেন। ডিসেম্বর পর্যন্ত কেন তিনি রক্তক্ষরণ কন্টিনিউ করবেন। মানুষকে বাঁচান, জাতিকে বাঁচান, দেশকে বাঁচান। ডিসেম্বর পর্যন্ত আপনার ওয়েট করার দরকার কি যে, ডিসেম্বরে অবসরে যাবেন? আপনি আজকে অবসরে চলে যান, গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বাঁচান, আমাদের সবাইকে বাঁচান। মাননীয় প্রধানমন্ত্রী শক্তিশালী অর্থমন্ত্রী চান। প্যারাডাইস পেপারে কোনো রাজনীতিবিদের নাম আসেনি, পানামা পেপারসে কোনো রাজনীতিবিদের আসেনি।গতকাল শনিবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী মুহিত জানান, আগামী ডিসেম্বরে সত্যিকার অবসরে যাচ্ছেন তিনি।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x