বিনা বিচারে আটকদের বিচারকাজ শেষ করার নির্দেশ

নিউজ ডেস্কঃ সারা দেশের বিভিন্ন কারাগারে আটক থাকা ১৩৯ জনের বিচারকাজ আগামী ৩১ আগস্টের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।সুপ্রিমকোর্ট লিগ্যাল এইডের পক্ষ থেকে দেশের ৬৮টি কারাগারে আটক থাকা আসামিদের পক্ষে এ-সংক্রান্ত এক আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।আবেদনকারীর পক্ষে শুনানি করেন কুমার দেবুল দে। আদেশে ৩১ আগস্টের মধ্যে বিচারকাজ শেষ করে এ-সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে।

এ ছাড়া বিচারকালীন মামলার সাক্ষীদের আদালতে উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি হলে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্যও বলা হয়েছে। আদেশে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে এ ক্ষেত্রে সহায়তা করতে বলা হয়েছে।

এর আগে বিভিন্ন কারাগারে বিনাবিচারে আটক ১৩৯ জনের বিষয়ে সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড আবেদন করেন।লিগ্যাল এইড থেকে পাওয়া তালিকা অনুযায়ী, ঢাকা বিভাগে কারাবন্দি ৪৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩, রাজশাহী বিভাগে ১৬, সিলেট বিভাগে ১২, বরিশাল বিভাগে ১, খুলনা বিভাগে ৫, রংপুর বিভাগে ১০ জন ও ময়মনসিংহ বিভাগে ৮ জন। সাত বছরের বেশি সময় ধরে তারা এসব কারাগারে আটক আছেন।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x