‘শহীদ মিনারে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে’
নিউজ ডেস্কঃ ২১ ফেব্রুয়ারি ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে আসা সবাইকে কঠোর তল্লাশির পর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশ করতে দেবে পুলিশ।সোমবার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পরিদর্শন শেষে এ কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।এবার সব পরিস্থিতি বিবেচনা করে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। তবে তার মতে, ভাষাশহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে কোনো ধরনের হামলা-নাশকতার আশঙ্কা নেই।আছাদুজ্জামান মিয়া বলেন, এ বছর চার স্তরের নিরাপত্তাব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। ইতিমধ্যে মোড়ে মোড়ে সিসিটিভি বসানো হয়েছে।তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রত্যেককে তল্লাশির পর শহীদ মিনারে ঢুকতে দেয়া হবে। শহীদ মিনারে প্রবেশে বিভিন্ন পয়েন্টে সাদা পোশাকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা থাকবেন।ডিএমপি কমিশনার জানান, শহীদ মিনারের আশপাশের এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এ ছাড়া ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকার ছাড়া কোনো যানবাহন ভেতরে প্রবেশ করতে পারবে না।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)