প্রস্তুত শহীদ মিনার
নিউজ ডেস্কঃ আর কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতির মিনারে ঢল নামবে লাখো মানুষের। মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে (বুধবারের প্রথম প্রহর) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের শহীদ মিনারে ফুল দিয়ে মানুষ স্মরণ করবে ভাষা শহীদদের। এ উপলক্ষে ইতোমধ্যে প্রস্তুতির কাজও শেষ হয়েছে। রঙ আর আলপনায় সাজানো হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের পুরো এলাকা। নিরাপত্তা জোরদার করতে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর থেকেই ওই এলাকায় টহল দিতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।মঙ্গলবার বিকালে সবশেষ প্রস্তুতির খবর জানতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে দেখা যায়, রঙ আর আলপনায় সাজসজ্জা শেষে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা শহীদ মিনারে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কাউকে। সন্ধ্যার পরই শহীদ মিনারে আসা সাধারণ দর্শনার্থীদের সরিয়ে দেয় পুলিশ।মঙ্গলবার সকালে শহীদ মিনার এলাকা পরিদর্শন করে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, সর্বশক্তি দিয়ে একুশের রাতের নিরাপত্তা নিশ্চিত করা হবে। শহীদ মিনারকেন্দ্রিক ও রাজধানীসহ সারাদেশে র্যাবের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকাকে ৫টি সেক্টরে বিভক্ত করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।নিরাপত্তা নিশ্চিত করতে সন্ধ্যা ৭টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন। বন্ধ করে দেওয়া হয় সবধরনের যান চলাচল। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি’ শহীদ মিনারে যাতায়াতের জন্য একটি রুট ম্যাপ তৈরি করেছে। এসব এলাকায় যাতায়াতের পথচারীদের রুট-ম্যাপ অনুসরণ করতে বলা হয়েছে।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)