২২ মার্চ প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে

নিউজ ডেস্ক,ঢাকাঃ উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের তালিকায় প্রবেশের প্রক্রিয়া শুরু উপলক্ষে আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া হবে। একই দিন থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশে সপ্তাহব্যাপী আনন্দ র‌্যালি পালন করবে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এই তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে ওইদিন আনন্দ র‌্যালি বের হবে। এছাড়া সপ্তাহব্যাপী সারাদেশে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হবে। বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন রকম ডিসপ্লে করবে। ওইদিন রাজধানীতে ভিড় হতে পারে। সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। বিডিআর বিদ্রোহ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত আসামি যারা পলাতক রয়েছেন তাদের অতি দ্রুত খুঁজে বের করে গ্রেফতার করা হবে।প্রসঙ্গত, উন্নয়নশীল দেশে প্রবেশের জন্য আগামী ২২ মার্চ জাতিসংঘের কাছে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন জানানো হবে।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x