পুলিশকে ডিএনএ বিশ্লেষণের প্রযুক্তি দিল যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক,ঢাকাঃ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআইএ) ডিএনএ বিশ্লেষণের সফটওয়্যার ‘কডিস’ (কম্পাইন্ড ডিএনএ ইনডেস্ক সিস্টেম) বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করেছে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস।
আজ বৃহস্পতিবার দুপুরে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদর দপ্তরে এ সফটওয়্যার হস্তান্তর করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।অনুষ্ঠানে রাষ্ট্রদুত মার্শা বার্নিকাট বলেন, এই ডিএনএ বিশ্লেষণের সফটওয়্যার বাংলাদেশে বিভিন্ন স্পর্শকাতর মামলার তদন্ত কাজে সহায়তা করবে।মার্শা বার্নিকাট বলেন, এই প্রযুক্তি শুধু জানা-অজানা নমুনার একটি গ্রহণযোগ্য ফলাফল দিতে সক্ষম। বিশ্বে ৫১তম দেশ হিসেবে এই প্রযুক্তি ব্যবহার করবে বাংলাদেশ। বাংলাদেশ পুলিশ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, যার মাধ্যমে বিশ্বজুড়ে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক তৈরি হলো এবং তথ্য আদান-প্রদানে সক্ষম হলো।জানা যায়, এর আগে সিআইডিতে যে ডিএনএ সফটওয়্যার ব্যবহার হতো সেটাতে ডাটাবেজ সুবিধা ছিল না। তবে আধুনিক এই ডিএনএ বিশ্লেষণকারী সফটওয়্যারে ডাটাবেজ সুবিধা থাকবে, যার মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে সহায়ক হবে।অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান বলেন, এ কডিস সফটওয়্যার সন্ত্রাসবাদ ও খুনের আসামিদের সুচারুরূপে শনাক্ত করতে সক্ষম হবে।অনুষ্ঠানে সিআইডির কর্মকর্তাদের এফবিআই ট্রেনিং সনদ তুলে দেওয়া হয়।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)