ডিগবাজিতে ওস্তাদ মওদুদ এখন বিএনপির নতুন জ্যোতিষী : ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ মওদুদ  আহমদকে বিএনপি’র নতুন জ্যোতিষি বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মওদুদ আহমদ বলেছেন, খালেদা জিয়া জেলে থাকলে  বিএনপির দৈনিক ১০ লাখ ভোট বাড়ে। আওয়ামী লীগের ১০ লাখ ভোট কমবে। এতদিন জানতাম ফখরুল ইসলাম আলমগীর জ্যোতিষি বিদ্যা রপ্ত করেছেন। এখন দেখি, মওদুদ আহমদও হয়েছেন নতুন জ্যোতিষি। তিনি এখন মাঠে নেমেছেন। ভোট বাড়ার হিসাব দিচ্ছেন।’

শুক্রবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আগামী ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে দলের জনসভা সফল করতে সভায় এসব নির্দেশনা দেন ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, ‘আজকে বড় বড় কথা বলেন মওদুদ আহমদ। তিনি বাংলাদেশের রাজনীতির বহুরূপী নেতা, ডিগবাজিতে ওস্তাদ। তিনি এখন শান্তিপূর্ণ আন্দোলনে যাচ্ছেন। শান্তিপূর্ণ আন্দোলন, নাকি অশান্তির ক্ষেত্র তৈরি করছেন আস্তে আস্তে? শান্তিপূর্ণের কথা বলে জনগণের সহানুভূতি পেতে চান? বাংলাদেশের মানুষ আপনাদের দুর্নীতির পক্ষে না।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘সিলেট, বরিশাল ও রাজশাহীতে জনসভা করে প্রমাণ দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ। দুর্নীতিবাজের পক্ষে জনসমর্থন বাড়ে না। উল্টো প্রতিদিন আওয়ামী লীগের ১০ লাখ ভোট বাড়ছে, আর দুর্নীতির জন্য বিএনপির ১০ লাখ করে ভোট কমছে।ফখরুল-মওদুদ-রিজভীদের গ্রেফতারের দরকার নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘দুই-তিনটা স্বভাবজাত মিথ্যাবাদী আছে বিএনপিতে। এদের বাইরে যাওয়ার সুযোগ নেই। বের হলে জনগণ ধরবে। এরা ঘরে বসে ভাঙা রেকর্ড বাজায়। ওরা যত বেশি কথা বলবে, বিএনপির ভোট তত কমবে। এজন্য তারা অন্যায় করুক, অপরাধ করুক, যতবেশি বাজে কথা বলুক, এদের গ্রেফতার করার দরকার নেই। এদের বাজে কথাগুলো জনগণ থেকে বিএনপিকে আরও দূরে সরিয়ে দেবে।’

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x