‘দেশে সুশাসনের অভাব রয়েছে’

নিউজ ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘দেশে সুশাসনের অভাব রয়েছে, এটি বলতেই হবে।’ তিনি আরো বলেন, কোনো সরকারের লেজুড়বৃত্তি করতে দুদকের জন্ম হয়নি। এটি জনগণের প্রতিষ্ঠান। আজ সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু সম্মেলনে কেন্দ্রে আয়োজিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ‘সোনাক-স্বজন, ইয়েস-ইয়েস ফ্রেন্ডস, ওয়াই প্যাক’ জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতি সুশাসনের বড় অন্তরায়। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে জনগণকে দুর্নীতিবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে।তিনি আরো বলেন, দুর্নীতির লাগাম টেনে ধরার কাজ শুরু হয়েছে। তবে কাঙ্ক্ষিত ফল এখনো আসেনি।

অনুষ্ঠানের আরো বক্তব্য রাখেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x