মিরসরাইয়ে ট্রাক-লরি সংঘর্ষ, নিহত ২
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক ও লরির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আজ মঙ্গলবার সকালে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাকচালক ফেনী সদরের বাসিন্দা মো. আবুল কাসেম ও সিকিউরিটি গার্ড মো. কাসেম (৫০)।চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-সহকারী পরিচালক মো. জসীম জানান, সকালে ছোট কমলদহ এলাকায় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত এবং তিনজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়ার পথে আরেকজন মারা যান।সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটিকে জব্দ করতে সক্ষম হয়েছে। চালক পলাতক বলে পুলিশ জানায়।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)