রোহিঙ্গা ক্যাম্পে ট্রাম্পের উপদেষ্টা লিসা কার্টিস

নিউজ ডেস্ক,কক্সবাজারঃ কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ এশিয়াবিষয়ক নিরাপত্তা উপদেষ্টা লিসা কার্টিস।শনিবার সকাল ৮টার দিকে তিনি টেকনাফের শামলাপুর অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন। এ সময় তিনি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এরপর সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী প্রত্যাবাসনের জন্য তৈরি ট্রানজিট ঘাট পরিদর্শন।তারপর তিনি দুপুর ১২টার দিকে উখিয়ার টিভি কেন্দ্রসংলগ্ন ইউএনএইচসিআরের পরিচালনাধীন অন্তর্বর্তীকালীন কেন্দ্র ট্রানজিট ক্যাম্পে আসেন। সেখানে তিনি রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেন। এরপর তিনি উখিয়ার বালুখালী ক্যাম্প পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকার্ট।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ এশিয়াবিষয়ক নিরাপত্তা উপদেষ্টা লিসা কার্টিস তিন দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছেছেন। এরপর বিকেলে বিমানযোগে তিনি কক্সবাজার আসেন।সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং পররাষ্ট্রসচিব শহীদুল হকের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x