শাস্তি পাবে জাফর ইকবাল হত্যাচেষ্টার পরিকল্পনাকারীও: আইজিপি

নিউজ ডেস্কঃ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারীদের মূলোৎপাটন এবং এর সঙ্গে জড়িতদের জাতির সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।আইজিপি বলেন, জাফর ইকবালের হামলার তদন্ত শুরু হয়েছে। হামলাকারী অসুস্থ বলে তাকে জিজ্ঞাসাবাদের সুযোগ পাওয়া যায়নি। সুস্থ্ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কেন সে হামলা করেছে, তা উদঘাটন করা হবে। হামলাকারীদের মূলোৎপাটন এবং এর সঙ্গে যারা জড়িত তাদের জাতির সামনে তুলে ধরা হবে।

তিনি আরো বলেন, জাফর ইকবাল পুলিশ পরিবারের সন্তান। তার ওপর হামলার তীব্র নিন্দা জানাই। তার সুস্থতা কামনা করি।পুলিশ জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে। এজন্য ১ লাখ আলেম জঙ্গিবাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন বলেও উল্লেখ করেন আইজিপি।মাদকের সঙ্গে পুলিশ সদস্যদের সংশ্লিষ্টতার বিষয়ে আইজিপি বলেন, যদি কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে সম্পৃক্ত হয়, আর এটা যদি প্রমাণ হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এতে আমরা বদ্ধপরিকর।

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে জাবেদ পাটোয়ারী বলেন, ‘কয়েকজন ব্যক্তিকে গ্রেপ্তার করলেই মাদক নির্মূল করা সম্ভব হবে না। মাদক নির্মূল করতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, বর্তমানে বাংলাদেশে আমাদের অন্যতম জাতীয় শত্রু মাদক, আর দ্বিতীয়টি হচ্ছে জঙ্গিবাদ বা সন্ত্রাস। এগুলো নির্মূলে আমাদের একটি আন্দোলন গড়ে তুলতে হবে। সমাজের সবাইকে এসব ব্যাধি নির্মূলে এগিয়ে আসতে হবে।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ জোনের ডিসি ইব্রাহিম খান, জবির প্রক্টর অধ্যাপক ড. নুর মোহাম্মদ, বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. তরিকুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x