প্রিয়ভাষিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিউজ ডেস্কঃ প্রখ্যাত মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী, মহান স্বাধীনতা যুদ্ধে ফেরদৌসী প্রিয়ভাষিণীর অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।ফেরদৌসী প্রিয়ভাষাণীর মৃত্যুতে জাতি এক বীর মুক্তিযাদ্ধাকে হারালো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যু ভাস্কর্য শিল্পের জন্য এক অপূরণীয় ক্ষতি।দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ফেরদৌসী প্রিয়ভাষিণী (৭০) ইন্তেকাল করেন। হাসপাতাল সূত্র জানায়, তিনি হাসপাতালে গত ২৩ ফেব্রুয়ারি থেকে কিডনি ও অর্থপেডিক রোগের চিকিৎসাধীন ছিলেন।স্বাধীনতা যুদ্ধের সময়ে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের এদেশীয় দোসরদের সহযোগিতায় বাঙালি নারীদের ওপর যে নির্যাতন চালিয়েছিল, ফেরদৌসী প্রিয়ভাষাণী তাদের একজন।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x