বিজিবির মহাপরিচালককে সশস্ত্র বাহিনীতে প্রত্যাবর্তন
নিউজ ডেস্ক,বাংলাদেশঃ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে তাঁর নিজ বাহিনী সেনাবাহিনীতে ফেরত পাঠিয়েছে সরকার।গতকাল বুধবার জারি হওয়া এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এম কাজী এমদাদুল ইসলামের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ দেওয়া হয়।আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) কর্মকর্তা মেজর জেনারেল আবুল হোসেন এনডিসি, পিএসসি তাঁর বর্তমান কর্মস্থল বিজিবির মহাপরিচালকের প্রেষণ পদ থেকে প্রত্যাহারপূর্বক বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হলো।জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।এর আগে ২০১৬ সালের ২ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে মেজর জেনারেল আবুল হোসেনকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)