ড. জাফর ইকবাল সুস্থ, বুধবার সিলেটে ফিরবেন

নিউজ ডেস্কঃ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ঢাকার সিএমএইচ হাসপাতাল থেকে বুধবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফিরবেন।জাফর ইকবালের স্ত্রী ইয়াসমিন হক জানান, বুধবার বেলা ১২টার দিকে নভোএয়ারের একটি ফ্লাইটে করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। পরে বিকাল ৪টায় হামলার স্থান মুক্তমঞ্চে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন জাফর ইকবাল।উল্লেখ্য, গত ৩ মার্চ বিকালে শাবি ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতিতে জাফর ইকবালের ওপর হামলা হয়। ফয়জুল হাসান নামে এক তরুণ ছুরি দিয়ে এই লেখক-অধ্যাপকের ওপর হামলা চালান।ওই হামলার পর পর জাফর ইকবালকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। আক্রান্ত হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তার উন্নত চিকিৎসা নিশ্চিতের ব্যবস্থা নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পরে ওই দিন রাতেই এয়ার অ্যাম্বুলেন্সে করে সিলেট থেকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয় জাফর ইকবালকে।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x