নেপালে নিহত প্রিয়কের বাড়িতে ইউএস-বাংলা কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক,গাজীপুরঃ নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত গাজীপুরের শ্রীপুরের ফারুক হোসেন প্রিয়কের বাড়িতে সমবেদনা জানাতে এসেছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। শনিবার দুপুর ২টায় তারা নিহত প্রিয়কের বাড়িতে যান।ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষে কোম্পানির নির্বাহী পরিচালক এয়ার কমান্ডার (অব.) গোলাম তাওহীদ ও জনসংযোগ কর্মকর্তা কামরুল হাসান সমবেদনা জানান। তারা প্রায় ঘণ্টাখানেক প্রিয়কের বাড়িতে অবস্থান করেন।

এ সময় প্রিয়কের মা ফিরোজা খাতুন বাড়িতে ছিলেন না। তিনি বিমান বিধ্বস্তে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আলমুন নাহান এ্যানি, ভাতিজা মেহেদী হাসান ও তার স্ত্রী সাঈদা কামরুন্নাহার স্বর্ণাকে দেখতে গিয়েছিলেন। মেহেদী হাসানের বাবা তোফাজ্জল হোসেন, এ্যানির বাবা সালাহ্ উদ্দিন মাহমুদ খসরুর সঙ্গে কথা বলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তারা।

ইউএস-বাংলা এয়ারলাইন্সে জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, নেপালে বিমান দুর্ঘটনায় নিহত প্রিয়ক ও তার ছোট শিশুকন্যা প্রিয়ংময়ী তামাররা পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসেছি। ইউএস-বাংলা পর্যায়ক্রমে বিধ্বস্ত বিমানের সব যাত্রী, পাইলট ও ক্রুদের বাড়িতে গিয়ে সমবেদনা জানাবে।তিনি বলেন, আহতবস্থায় যারা আছেন তাদের যাবতীয় চিকিৎসা ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ করবে।

মরদেহগুলো আনতে কিছুটা বিলম্ব হতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী সোমবারের পর বলা যাবে মরদেহগুলো কবে আসবে। তিনি বলেন, নেপালের হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ গুলোর যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে নেপাল পুলিশের কাছে হস্তান্তর করবে। পরে পুলিশ নেপালের বাংলাদেশ দূতাবাসে মরদেহগুলো বুঝিয়ে দিলে দূতাবাস বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করবে।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x