চ্যাম্পিয়ন মেয়েদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা।তাদের এমন অর্জনে অভিবাদন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রবিবার এক বিবৃতিতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ মেয়েদের অভিনন্দন জানিয়ে বলেছেন,বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাদের অসাধারণ সাফল্য ও দলের এমন স্পৃহায় আমি সত্যিই গর্ববোধ করছি।মেয়েদের অভাবনীয় সাফল্যে অভিবাদন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। বিবৃতিতে তিনি বলেছেন, ‘মেয়েদের অসাধারণ নৈপুণ্য ও দলীয় স্পৃহায় পুরো জাতিই আজ গর্বিত।প্রধানমন্ত্রী এ সময় মেয়েদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। তিনি আরও আশা করেন মেয়েদের জয়ের ধারা এভাবেই অব্যাহত থাকবে।উল্লেখ্য, বৈশ্বিক কোনও টুর্নামেন্টে ক্রিকেটে বাংলাদেশের এটাই সেরা সাফল্য।-বাসস।