অস্ট্রিয়াকে পাত্তাই দিল না ব্রাজিল
স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছে ব্রাজিল।অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তিতের দল।রোববার ভিয়েনায় ব্রাজিলের জয়ে একটি করে গোল করেছেন নেইমার,গ্যাব্রিয়েল জেসুস ও ফিলিপে কুতিনহো।আগের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে নেমে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন নেইমার।গত ফেব্রুয়ারির পর রোববার প্রথমবারের মতো শুরুর একাদশে নামেন পিএসজির এই ফরোয়ার্ড।৩৬ মিনিটে ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার জেসুসের গোলে এগিয়ে যায় ব্রাজিল।দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে লিড দ্বিগুণ করেন নেইমার। আর ৬৯ মিনিটে স্কোরলাইন ৩-০ করার পাশাপাশি ব্রাজিলের জয় নিশ্চিত করেন বার্সেলোনার তারকা মিডফিল্ডার কুতিনহো।১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু হবে।ই’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ সার্বিয়া ও কোস্টারিকা।