দুই কোটি টাকা পুরস্কার পাচ্ছেন নারী ক্রিকেটাররা
স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় নারী ক্রিকেটারদের জন্য দুই কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।সোমবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে বিসিবির বোর্ড মিটিং শেষে এই ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।পাপন বলেন,ম্যাচ জিতলে সাধারণত আমরা পুরস্কার ঘোষণা করে থাকি। আমরা ঠিক করেছি সব খেলোয়াড়কে অন্তত পক্ষে ১০ লাখ টাকা করে দেয়া হবে।শুধু তাই নয়,পারফরম্যান্সের উপর ভিত্তি করে আরো কিছু পুরস্কার দেয়া হবে।যারা ভালো করেছে তাদের অতিরিক্ত বোনাস দেয়া হবে।টিম ম্যানেজম্যান্টকে দেয়া হবে। এজন্য আমরা সবমিলিয়ে দুই কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছি।এর আগে মালয়েশিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে সোমবার বিকালে দেশে ফিরেন নারী ক্রিকেটাররা।পরে বিমানবন্দর থেকে সরাসরি সোনারগাঁও হোটেলে যান তারা।সেখানে মেয়েদের আনুষ্ঠানিক সংবর্ধনা দেয় বিসিবি।উল্লেখ্য,রবিবার অনুষ্ঠিত নারী এশিয়া কাপের ফাইনালে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে শিরোপা জয় করেন সালমা-রুমানারা।