বিশ্বকাপ শুরুর আগ দিয়ে বরখাস্ত স্প্যানিশ কোচ
স্পোর্টস ডেস্কঃ রাশিয়া বিশ্বকাপ শুরুর ঠিক আগের দিন আজ বুধবার একটা বড় ধাক্কা খেল অন্যতম ফেবারিট দল স্পেন।আন্দ্রেস ইনিয়েস্তাদের কোচ হুলেন লোপেতেগিকে বরখাস্ত করেছে দেশটির ফুটবল ফেডারেশন।বিশ্বকাপের ঠিক আগের দিন এমন খবরে চমকে গেছে স্পেনসহ গোটা ফুটবলবিশ্ব। কিন্তু কেন এভাবে বরখাস্ত করা হলো লোপেতেগিকে?
কারণটা খুবই পরিষ্কার। মঙ্গলবার ৫১ বছর বয়সী এই কোচের সঙ্গে তিন বছরের চুক্তি সম্পন্ন করেছে রিয়াল মাদ্রিদ। স্পেনের ফুটবল ফেডারেশনকে (আরএফইএফ) কিছু না জানিয়েই রিয়ালের সঙ্গে যোগাযোগ করেন লোপেতেগি।আর এ কারণ দেখিয়েই তাকে বরখাস্ত করা হয়েছে।বৃহস্পতিবার মাঠে গড়াবে রাশিয়া বিশ্বকাপ। আর শুক্রবার পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। ‘বি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ মরক্কো ও ইরান।৫১ বছর বয়সী এই কোচের অধীনে কোনো ম্যাচ হারেনি স্পেন। ২০ ম্যাচ খেলে ১৪টি জিতেছে তারা, বাকি ৬টি হয়েছে ড্র।