বিশ্বকাপ ফুটবল দ্বিতীয় রাউন্ডে এশিয়ার একমাত্র দেশ জাপান

স্পোর্টস ডেস্কঃ রাশিয়া বিশ্বকাপের প্রথম রাউন্ডে এশিয়ার দলগুলোর মধ্য থেকে শেষ ষোলোতে একমাত্র প্রতিনিধি হিসেবে থাকল জাপান।বৃহস্পতিবার ৫৯ মিনিটে জ্যান বেডনারেকের করা একমাত্র গোলে পোল্যান্ডের কাছে ১-০ ব্যবধানে হেরেছে দলটি।তবে অপর ম্যাচে কলম্বিয়ার কাছে সেনেগাল সমান ব্যবধানে হেরে যায়।এতে সমান পয়েন্ট ও সমান গোল ব্যবধান নিয়েও ফেয়ার প্লেতে বাদ পড়ে যায় সেনেগাল।গ্রুপপর্বের সবকটি ম্যাচ শেষে কলম্বিয়ার পয়েন্ট ৬,দলটি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে খেলবে শেষ ষোলোতে।অপরদিকে সেনেগাল ও জাপানের পয়েন্ট সমান চার করে।দু’দলের গোল ব্যবধানও একই কিন্তু।কিন্তু স্বচ্ছ্বতার পুরস্কার হিসেবে জাপান গেল নকআউট পর্বে।

Leave a Reply

Developed by: TechLoge

x